HP Police 1088 Special Police Constable Recruitment Know how to apply

পুলিশে ১০৮৮ স্পেশাল কনস্টেবল নিয়োগ, মাইনে ২০ থেকেই ৬৪ হাজার! দেখুন কিভাবে ও কোথায় করবেন আবেদন

হিমাচল প্রদেশে ১০৮৮ বিশেষ পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের লোক সেবা কমিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পদগুলির জন্য আবেদন চেয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৭০৮ জন পুরুষ এবং ৩৮০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে? কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

বিশেষ পুলিশ কনস্টেবল নিয়োগ

এই নিয়োগটি মূলত হিমাচল প্রদেশে নেশা প্রতিরোধের লক্ষ্যে বিশেষ পুলিশ কনস্টেবলদের জন্য করা হচ্ছে। যারা এই নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন, তাদের ডোপ টেস্টও করা হবে। প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক (১২ শ্রেণি) পাশ করে থাকতে হবে (সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে)।

বেতন কাঠামো

নির্বাচিত বিশেষ পুলিশ কনস্টেবলরা লেভেল-৩ এর অধীনে ২০,২০০ থেকে ৬৪,০০০ টাকা বেতনের পে-ব্যান্ডে অন্তর্ভুক্ত হবেন। বলে রাখা ভালো আগে এই বিশেষ বাহিনীকে কমান্ডো নামে পরিচিত করার পরিকল্পনা থাকলেও, বিজ্ঞপ্তিতে তাদের শুধু ‘বিশেষ পুলিশ কনস্টেবল’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ

হিমাচল প্রদেশ লোক সেবা কমিশনের সচিব দেবেন্দ্র কুমার রতন জানিয়েছেন, এই পদগুলির জন্য আগ্রহী প্রার্থীরা ৩১শে অক্টোবর, রাত ১১:৫৯ পর্যন্ত www.hppsc.hp.gov.in/hppsc ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনের বাইরে কোনো মাধ্যম থেকে আবেদন গ্রহণ করা হবে না।

সংরক্ষণ এবং বিভাগীয় কোটা

পুরুষ ও মহিলা কনস্টেবল পদগুলির মধ্যে বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত কোটার ব্যবস্থা থাকছে। পুরুষদের জন্য ২০৮টি সাধারণ (UR) পদ, ১০১টি SC এবং ৮১টি OBC-এর জন্য সংরক্ষিত রয়েছে। মহিলাদের জন্য ১০৪টি সাধারণ (UR) পদ, ৪৬টি SC এবং ৩৮টি OBC-এর জন্য সংরক্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়াটি হিমাচল প্রদেশে পুলিশের শক্তি বৃদ্ধির পাশাপাশি, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে বড় ভূমিকা পালন করবে। যেহেতু ডোপ টেস্ট করা হবে, তাই প্রার্থীদের কোনো ধরণের নেশা থাকলে চলবে না। এর ফলে বাহিনীতেও নেশামুক্ত পুলিশ যুক্ত হবে যেটা আগামী দিনে উদেশ্য সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X