পার্থ মান্নাঃ সামনেই বিয়ের মরশুম তাই অনেকেই এখন থেকে গয়নার জন্য কেনাকাটি করতে শুরু করেছেন। এমনিতে রোজই সোনার দাম ওঠা নাম করে তবে আজকের দাম শুনলেই লাফিয়ে উঠবেন। কেন? কারণ একঘাক্কায় বিরাট পতন হয়েছে সোনার দামে। তাই গয়না কেনার প্ল্যান থাকলে দেখে নিন কলকাতায় সোনা ও রুপার দাম কত।
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম
আজ যদি কলকাতায় আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৭০৮৫ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭০ হাজার ৮৫০ টাকা আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে আজ সোনার দামে পতন হয়েছে। দশ গ্রামের জন্য ১৩৫০ টাকা ও একশো গ্রামের জন্য ১৩,৫০০ টাকা কমেছে।
আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম
তবে যদি খাঁটি সোনা কিনতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৭২৯ টাকা দাম পড়বে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৭ হাজার ২৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দারুন সুখবর রয়েছে, আজ এক ধাক্কায় দশ গ্রামের জন্য ১৪৭০ টাকা ও একশো গ্রামের জন্য ১৪৭০০ টাকা দাম কমেছে।
আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম
অবশ্য চাইলে একটু সস্তায় সোনা কিনতেই পারেন সেক্ষেত্রে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম ৫৭৯৭ টাকা। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৫৭ হাজার ৯৭০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৫ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১১০০ টাকা ও একশো গ্রামের জন্য ১১,০০০ টাকা দাম কমে গিয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার মত আজ রুপার দামেও অনেকটা পতন হয়েছে। আজ যদি কলকাতায় কেউ রুপা কিনতে চান তাহলে দশ গ্রামের জন্য ৯১০ টাকা ও একশো গ্রামের জন্য ৯,১০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ ৯১,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা।