Indian Railways: গত ১০ বছরে ভারতীয় রেলের কীর্তি জানলে গর্ব হবে আপনার, এই রেকর্ড সবাই করতে পারে না!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় যাত্রীদের কাছে অল্প পয়সায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণের জন্য রেল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যাতায়াত আরামদায়ক হওয়ার পাশাপাশি খরচ অনেকটাই কম। নিত্যযাত্রীরা যেমন রেলকে বেছে নেয়, ঠিক তেমনি ভ্রমণের ক্ষেত্রেও সকলের পছন্দ ভারতীয় রেল(Indian Railways)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও নানা রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

তবে রেলপথে নানা কাজের জন্য মাঝেমধ্যে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। অনেকেই এই হয়রানির জন্য নানা রকমের প্রশ্ন তুলেছেন। কারোর মনে হয়েছে প্রত্যেকদিন রেললাইনে কি কাজ হয়? কত কিলোমিটার করে রেল লাইন পাতা হয়? এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আরটিআই। কিছুদিন আগে রেলের পরিবহনের বিষয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল আরটিআই-এর নিয়ন্ত্রণাধীন রেল মন্ত্রকের কাছে।

সেখানে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে তার উত্তর জানলে আপনি অবাক হবেন। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে যে ২০১৪-১৫ সালে শুরু হওয়া ২০২৩-২০২৪ সাল পর্যন্ত গোটা দেশে ভারতীয় রেলে রেল ট্র্যাক পাতা হয়েছে ২৭,০৫৭ কিলোমিটার। এছাড়া গড়ে প্রতিদিন ৭.৪১ কিলোমিটার করে রেল ট্র্যাক নির্মাণ করে ভারতীয় রেল। আরটিআর-এর আওতায় মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌড় জানিয়েছেন যে এসব করে জানা গিয়েছে ১০ বছরের রেলের ট্রাক নির্মাণের কাজ দৈনিক হিসেবে গড়ে ৭.৪১ কিলোমিটার।

Indain Railways

আরও পড়ুন: India Vs Maldives: তাড়িয়ে ছেড়েছে ভারতীয় সেনাদের! এখন বিরাট সমস্যায় পড়ে মাথা ঠুকছে মালদ্বীপ

আর ২০২২-২৩ সালে রেললাইন পাতা হয়েছে ৩৯০১ কিলোমিটার। এর মধ্যে নতুন লাইন তৈরি হয়েছে ৪৭৩ কিলোমিটার, আর ডবল লাইন তৈরি হয়েছে ৩১৮৫.৫৩ কিলোমিটার। গেট কনভারশন হয়েছে ২৪২.৫ কিলোমিটার। এছাড়া করোনার সময়ে ভারতীয় রেল যা কাজ করেছে সেগুলো ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের। পরিসংখ্যান বলছে ২০২১ সালের জুলাই মাস থেকে প্রত্যেকদিন ১০.৬৮ কিলোমিটারে রেলপথ নির্মাণ হয়েছে ৩৯০১ কিলোমিটার। এটিও RTI-এর তথ্য থেকে পাওয়া গিয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সাম্প্রতিককালে রেল নির্মাণের প্রত্যেকদিন ১৫ কিলোমিটার করে নতুন ট্র্যাক যোগ করা হচ্ছে। চলতি বছরে তারা নতুন ট্র্যাক নির্মাণ আরো বাড়াবে। এই বছরে প্রায় ৫৫০০ কিমি রেল পথ নির্মাণ হবে বলে তিনি জানিয়েছেন।

Avatar

Papiya Paul

X