Rich Man List

Rich Man List: চীনকে ছাপিয়ে গেল ভারত! দেশের এই শহরেই থাকেন এশিয়ার সবচেয়ে বেশি কোটিপতি!

নিউজ শর্ট ডেস্ক: এবার অর্থনৈতিক ক্ষেত্রও  আন্তর্জাতিক তালিকায় ভারতের মুকুটে জুড়লো আরো এক নতুন পালক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে হুরুন রিসার্চ ২০২৪-এর গ্লোবাল রিচ লিস্ট (Hurun Global Rich List 2024)। এই তালিকা অনুসারে এবছর চীনের (Chaina) বেজিংকে (Beijing) ছাপিয়ে প্রথমবারের জন্য এশিয়ার (Asia) বৃহত্তম বিলিনিয়ারদের বাসস্থান হিসেবে উঠে এসেছে ভারতের (India) মুম্বাইয়ের (Mumbai) নাম।

পরিসংখ্যা অনুসারে পরিসংখ্যানের ভিতরে ভারতের মুম্বাইতেই এখন এশিয়ার সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতিদের বাস। তাই এবার কোটিপতিদের নিরিখে চীনের বেজিংকেও টেক্ক দিল মুম্বাই।  নতুন পরিসংখ্যান অনুযায়ী এখন এশিয়ার সবচেয়ে বেশি সংখ্যক ধনী মানুষ বাস করেন এই মায়া  নগরীতেই। পরিসংখ্যান, অনুসারে বেজিংয়ে বর্তমানে বিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে ৯১ সেখানে মুম্বইতে ৯২ জন কোটিপতি থাকেন।

যদিও গোটা দেশের নিরিখে চিনেই সবচেয়ে বেশি কোটিপতি থাকেন। ভারতে যেখানে মোট বিলোনিয়ার রয়েছেন ২৭১ জন সেই সংখ্যা চিনে ৮১৪ জন। তবে নতুন বিলিনিয়রদের সংখ্যায় চীনকে টেক্কা দিয়েছে ভারত। এই তালিকায় ভারত থেকে ৯৪ টি নাম নথিভুক্ত হলেও চীন থেকে এসেছেন  ৫৫ জন নতুন  কোটিপতি।  হুরুন গ্লোবাল রিচ লিস্টের সমীক্ষায় দেখা গিয়েছে ২০২৪ সালের সারা বিশ্বে মোট ৩২৭৯ জন রয়েছেন। তাদের মধ্যে গত বছরেই নতুন করে  তালিকাভুক্ত হয়েছেন ১৬৭ জন।

মুকেশ আম্বানি,Mukesh Ambani,গৌতম আদানি,Goutam Adani,হুরুন রিসার্চ ২০২৪-এর গ্লোবাল রিচ লিস্ট,Hurun Global Rich List 2024,চীন,Chaina,বেজিং,Beijing,এশিয়া,Asia,ভারত,India,মুম্বাই,Mumbai,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

এর মধ্যে চিনেই রয়েছেন  সবথেকে বেশি ধনকুবের। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশে ধনকুবেরের সংখ্যা ৮০০ জন। এরপর তৃতীয় স্থানে জ্বল জ্বল করছে ভারতের নাম। তবে প্রকাশিত হুরুন তালিকায় এই প্রথম বেজিংকে ছাপিয়ে গেল অন্য কোন শহর। তাও সেই শহর আবার ভারতের মুম্বাই।

আরও পড়ুন: রং লেগে গেছে টাকায়! কেউ নিচ্ছে না এই টাকা! জানুন RBI কি নির্দেশ দিয়েছে?

এই বছর এই তালিকায় বিশ্বব্যাপী ভারতীয় বিলেনিয়ানদের রাঙ্কিং-এর মধ্যে অনেক অদল-বদল এসেছে। গত বছরের মতো এবছরও এই তালিকায় দশম স্থান ধরে রেখেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যার পিছনে  অন্যতম কৃতিত্ব রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। রিলায়েন্সের শেয়ারের দর হু হু করে বেড়েছে।

Mukesh Ambani

অন্যদিকে গত বছরের তুলনায় সম্পত্তি বেড়েছে গৌতম আদানিরও  (Goutam Adani)।  জানা যাচ্ছে গত বছরের তুলনায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬২ শতাংশ। এই তালিকায় বিশ্বব্যাপী  ১৫ তম স্থানে রয়েছেন গৌতম আদানী । এখানে বলে রাখি ২৩১ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই তালিকায় বিশ্বসেরা বিলিনিয়র হয়েছেন এখন মাস্ক।

Avatar

anita

X