Hydrail train will be start in indian railways

Papiya Paul

বাংলার মানুষদের জন্য বিরাট উপহার! পশ্চিমবঙ্গের মাটিতে চলবে ‘হাইড্রোজেন ট্রেন’, রুটও জানিয়ে দিল রেল

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয়দের(India) জন্য বিরাট সুখবর। এবার ভারতের মাটিতে চলবে হাইড্রোজেন(Hydrail)ট্রেন। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। চলতি বছরে বাজেটের সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw) রেলের(Indian Railways) জন্য বরাদ্দ বাজেট নিয়ে মন্তব্যের সময় হাইড্রোজেন ট্রেনের ঘোষণা করেছিলেন। এরপর থেকেই সেই দিনের অপেক্ষা ছিল গোটা দেশবাসীর মনে।

   

সম্প্রতি লোকসভার রেলওয়ের স্থায়ী কমিটি রিপোর্টে জানিয়েছে যে প্রত্যেক রেল প্রতি ট্রেনে ৮০ কোটি টাকা এবং স্থলে পরিকাঠামো প্রতি ৭০ কোটি টাকা ব্যয় করে ৩৫ টি হাইড্রোজেন ট্রেন চালু হবে ভারতে। এই সবকটি ট্রেন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ভারতেই তৈরি করা হবে। এই ট্রেন হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে চলবে। এমনকি এই ট্রেন দিয়ে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না।

কোন কোন রুটে এই ট্রেন চলতে পারে এদিন সেটাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর বাংলার মানুষদের জন্য এটি আরো বেশি সুখবর। তার কারণ বাংলার বুকেও এই হাইড্রোজেন ট্রেন চলবে। কোন কোন রুটগুলো দিয়ে চলবে এই ট্রেন?

জানা গিয়েছে, মাথেরান হিল রেলওয়ে, দার্জিলিং হিমালয় রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি, বিলমোরা ওয়াঘাই, পাতাপালপানি কালাকুন্ড, নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং মাড়োয়ার-গোরাম ঘাট রেলওয়ে এইসব জায়গাতে চলবে। এই ট্রেনে ৬ টি করে কামরা থাকবে।