Bollywood,Entertainment,Tollywood,Controversy,R Madhavan,Rocketry,ISRO,বলিউড,টলিউড,বিনোদন,বিতর্ক,আর মাধবন,রকেট্রি,ইসরো

Moumita

“আমি প্যান ইন্ডিয়া তারকাদের বাপ”, দক্ষিণী সিনেমার তারকাদের একহাত নিলেন অভিনেতা মাধবন

সারা ভারতেই সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম আর মাধবন। একের পর এক চরিত্রে নিজেকে মানানসই করে নিজের অভিনয় দক্ষতায় শান দিয়েছেন তিনি। দক্ষিণে হোক বা বলিউড সমস্ত জায়গাতেই মনোমুগ্ধকর অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। আবারো শীঘ্রই তার একটি দারুন ছবি মুক্তি পেতে চলেছে।

   

তিনি এখন কলকাতায় এসেছেন তার আসন্ন ছবি ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’ এর প্রচারের জন্য। আর এদিন সাংবাদিকদের সামনেই বলে দিলেন আমি প‍্যান ইন্ডিয়া স্টারদের বাপ!” এক্ষেত্রে দর্শকরা অবশ্য বুঝে যান কাদের কথা বলছেন তিনি। আসলে ৪টি ভাষায় কাজ করতে পারলে ‘প্যান ইণ্ডিয়া স্টার’ তকমা জুড়ে নামের সাথে। কিনতু তিনি প্রায় ২০ বছর ধরে এই কাজই করে আসছেন।

Bollywood,Entertainment,Tollywood,Controversy,R Madhavan,Rocketry,ISRO,বলিউড,টলিউড,বিনোদন,বিতর্ক,আর মাধবন,রকেট্রি,ইসরো

আর মাধবন নিজেই তার ছবি বিভিন্ন ভাষায় ডাব করেন, কিন্তু এদিন বাংলা না জানার জন্য আক্ষেপ করেন বেশ। ইতিমধ্যেই ছবিটির হিন্দি, তামিল ও ইংরেজি ভাষায় কাজ সম্পন্ন হয়েছে, আগামীতে তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় কাজ শুরু হবে। ১ লা জুলাই মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, তার এক বক্তব্যের কারনে মাত্র কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচিত হন তিনি। তিনি বলেন যে, ‘ISRO মহাকাশে মঙ্গলযান পাঠানোর জন্য ব্যবহার করে হিন্দু ক্যালেন্ডার’ আর এই নিয়েই ট্রোল হন তিনি। যদিও তারপরই মুখ খোলেন এই বিশিষ্ট অভিনেতা। তিনি জানান যে, তার এসব প্রাপ্যই ছিল। তিনি পঞ্জিকাকে তামিল ভাষাতে পঞ্চাঙ্গ বলেছেন আর সেই নিয়েই অনজ্ঞ ব্যক্তিরা ট্রোল শুরু করে দেয়। এর সাথে তিনি এও জানেন যে, ভারতের মঙ্গল মিশন একটা অমলীন সাফল্যের উদাহরন।