অফবিট,গুজরাত,আইএএস,অনুপ্রেরণামূলক কাহিনী,Offbeat,Gujrat,IAS,Inspirational Story

Papiya Paul

ইংরেজিতে ৩৫, অঙ্কে ৩৬, মাধ্যমিকে টেনেটুনে পাশ করেও IAS অফিসার তুষার, অনুপ্রেরণা জোগালেন সকলকে

কিছুদিন আগে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষিত হয়েছে। এই বছর প্রথম দশের মেধাতালিকায় ১১৪ জন রয়েছে। এরই মধ্যে এইবার বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের মাধ্যমিকের রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই তালিকাতে রয়েছে গুজরাটের আই এএস অফিসার।

   

তার দশম শ্রেণীর মার্কশিট সম্প্রতি প্রকাশ্যে এসেছে যা খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। তবে  তার প্রাপ্ত নম্বর দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি কোনরকমে টেনেটুনে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন। এই ব্যক্তির নাম তুষার ডি সুমেরা। যিনি গুজরাতের বাহরুচের কালেক্টর। তিনি নিজেই সম্প্রতি তার দশম শ্রেণীর মার্কশিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

যেখানে দেখা যাচ্ছে, মাধ্যমিকে তিনি ইংরেজিতে ১০০-এর মধ্যে ৩৫ পেয়েছেন। অঙ্কে পেয়েছেন ৩৬। বিজ্ঞানে তিনি পেয়েছিলেন ৩৮। তিনি ২০০৯ সালে মাধ্যমিক পাশ করেন। তিনি জানিয়েছেন যে তার এই মার্কস দেখে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের লোকজন সকলেই হতাশ হয়েছিলেন।

এমনকি তিনি যে ভবিষ্যতে কিছু করতে পারবেন না এমনটাই মুখের ওপর সকলে বলেছিলেন। কিন্তু সবার এই আশঙ্কা তিনি মিথ্যে প্রমাণ করেছেন। তিনি তার নিজের প্রতিভার দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে জীবনের সাফল্য ঠিক হয় না। এই মুহূর্তে প্রচুর প্রচুর নাম্বার পেয়ে যখন নতুন স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য দৌড় শুরু হয়েছে।

তখন যারা তুলনামূলকভাবে অনেক কম নম্বর পেয়েছে তাদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তুষার। তার এই উদ্যোগকে প্রশংসা করেছে নেটিজেনরা। তিনি কিন্তু কলা বিভাগ থেকে স্নাতক হন। এমনকি ইউ পি এস সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছিলেন বেশ কিছুদিন। এরপরই তিনি নিজের যোগ্যতায় আইএএস অফিসার হয়ে উঠেছেন।