দিনের পর দিন সারা বিশ্বজুড়ে আইপিএলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি টোয়েন্টি লিগ হল আইপিএল। এই আইপিএল খেলার জন্য দেশ বিদেশের বড় বড় তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। আইপিএলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
আইপিএলের জন্য বছরে আড়াই মাস নির্দিষ্ট সময় চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে সেই মর্মে আবেদনও জানিয়েছে বিসিসিআই। সেই আবেদন প্রাথমিক ভাবে গ্রহণ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০২৪ পর্যন্ত ক্রিকেট ক্যালেন্ডার প্রাথমিক যে খসড়া তৈরি করেছে, তাতে আইপিএলের জন্য আড়াই মাস সময় রেখেছে আইসিসি।
বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘‘যাতে আন্তর্জাতিক পর্যায়ের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারেন তাই আইসিসির পরবর্তী এফটিপিতে আইপিএলের জন্য আড়াই মাস সময় সরকারি ভাবে রাখা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আগেই আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে কথা বলেছি।’’