এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্ন নেই। সাফ জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। যদিও আইসিসি কার্যত মেনে নিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ক্রীড়াসূচিতে প্রবল চাপ তৈরি হচ্ছে।
টি-টোয়েন্টি ক্রিকেট এসে যাওয়ার পর ৫০ ওভারের ক্রিকেটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি। প্রশ্ন তুলেছেন ওয়াসিম আক্রম, অজয় জাডেজা, উসমান খোয়াজার মতো প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। অতিরিক্ত ক্রিকেটের কথা বলে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকসও। কিন্তু আশঙ্কা উড়িয়ে আইসিসি জানিয়েছে, ২০২৩-২৭ সালের ক্রিকেট ক্যালেন্ডারে যথেষ্ট সংখ্যায় এক দিনের ক্রিকেট রয়েছে।
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ এলার্ডিস বলেছেন, ‘‘বার্মিংহ্যামে বার্ষিক সাধারণ সভায় তিন ধরনের ক্রিকেট সমান ভাবে চালানোর কথা হয়েছে। সে ভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। হ্যাঁ কিছু কথাবার্তা চলছে জানি। কিন্তু সেটা শুধু এক দিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট এক সঙ্গে চালানোর কথাই হচ্ছে। প্রতিটি দলের আগামী দিনের সূচিতে ভাল সংখ্যায় এক দিনের ম্যাচ রয়েছে।’’