Arijit

আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে বড় ঝাপ সূর্যর, চাপে পড়ল বাবর আজম

২০২১ সালের ১৪ ই মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন সূর্য কুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অপ্রতিরোধ্য ব্যাটসম্যান হয়ে ওঠেন তিনি। ওয়ানডেতে তার ফর্ম কিছুটা খারাপ হলেও টি-টোয়েন্টি ম্যাচ মানেই ব্যাট হতে জ্বলে ওঠেন সূর্য। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলার ফল হাতে নাতে পেলেন সূর্য কুমার যাদব।

   

চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৬ রান করেছেন সূর্যকুমার। আর তারপরই আইসিসি র্যাঙ্কিংয়ে বড় ঝাপ দিলেন সূর্য কুমার যাদব।

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সূর্যকুমার। পাক অধিনায়ক বাবর আজমের থেকে মাত্র ২ পয়েন্ট দূরে রয়েছে সূর্য। পাক অধিনায়কের স‌ংগ্রহ ৮১৮ পয়েন্ট। ভারতীয় ব্যাটারের ৮১৬ পয়েন্ট।