নিউজ শর্ট ডেস্ক: সমস্ত জল্পনায় শিলমোহর দিয়েই শেষ হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গত বছরেই অর্থাৎ ২০২৩ সালের ৩০ জানুয়ারি জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হয়েছিল জনপ্রিয় এই মেগা সিরিয়ালের।
প্রসঙ্গত একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়েই একটানা ১৩ মাস রমরমিয়ে চলল এই ধারাবাহিক। এখনকার দিনে নতুন ট্রেন্ড অনুযায়ী খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একাধিক বাংলা সিরিয়াল (Bengali Serial)। কারও বয়স তিন মাস তো কারও টেনেটুনে ৬ মাস। এরই মধ্যে সম্প্রচার শেষ হয়ে যায় অধিকাংশ সিরিয়ালের।
সেদিক দিয়ে দেখতে গেলে এই ধারাবাহিক কিন্তু অন্যদের থেকে বেশ এগিয়ে। কিছুদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সমস্ত জল্পনার সিলমোহর দিয়ে শেষ হয়ে গিয়েছে পুতুলের অন্তিম পর্বের শুটিং। আগামী ১০ মার্চ টেলিভিশনের পর্দায় শেষবারের মতো দেখা যাবে এই জনপ্রিয় বাংলা সিরিয়ালটি।
আর তার পরের দিন থেকেই অর্থাৎ ১১ ই মার্চ থেকে ওই জায়গায় আসবে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। নতুন মাসেই জনপ্রিয় অভিনেত্রী নেহা অমনদীপ এবং অভিনেতা সৈয়দ আরফিন অভিনীত এই ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে। অর্থাৎ হাতে মাত্র আর এক সপ্তাহ।
আরও পড়ুন: ‘মা হতে চাই’, বিবাহবিচ্ছেদের পরেও মনের ইচ্ছের কথা জানালেন ‘খড়ি’ শোলাঙ্কি
খুব স্বাভাবিক ভাবেই এদিন অন্তিম পর্বের শুটিং শেষে মন খারাপ ছিল ইচ্ছে পুতুল সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের। প্রধান নায়িকা মেঘ অভিনেত্রী তিতিক্ষা তো সকলের সামনেই কেঁদে ফেললেন হাউ হাউ করে। খানিকটা চোখের জল চেপেই শেষদিনের কাজ সারলেন পর্দার নীল-ময়ূরী এবং গিনিরাও।
শুটিং শেষে মেঘ অভিনেত্রী তিতিক্ষা জানান ‘সহকর্মী থেকে সেটে চা দিতেন যে দাদা,সবাইকে মিস করবেন তিনি। তবে এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তাঁর কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। তাই রোজ দেখা না হলেও, যোগাযোগটা থাকবেই!’ তবে এদিন ইচ্ছে পুতুলের অন্তিম পর্বের শুটিং থেকেই শুরু হল এক নতুন জল্পনা। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসবে ইচ্ছে পুতুল ২। এটা সকলেরই মনের সুপ্ত বাসনা হলেও আদতে এবিষয়ে কিন্তু কিছুই জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।