নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) সিরিয়ালে(Bengali Serial) এখন টানটান পর্ব চলেছে। ইতিমধ্যেই রূপ এবং গিনির বিয়ে হয়ে গিয়েছে। মেঘ হাজার চেষ্টা করেও লম্পট রূপের হাত থেকে গিনিকে বাঁচাতে পারেনি। তার নিজের সংসারও পুরোপুরি ভাঙতে চলেছে। ময়ূরী বারে বারে নীলের কান ভাঙ্গিয়ে মেঘকে নীলের থেকে দূরে করে দিচ্ছে। তবে এইসবের মধ্যেও গত পর্বে দেখানো হয়েছে গিনির বিয়ের সময় বাড়ি ভর্তি লোকের সামনে মেঘকে আবার অপমান করেছে নীল।
এত অপমান করেও তার শান্তি হয়নি। আবার কলেজে গিয়ে মেঘের মুখোমুখি হয়ে তাকে যাচ্ছেতাই ভাবে অপমান শুরু করে দিয়েছে নীল। জিষ্ণুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোংরা মন্তব্য করছে নীল। মেঘ ও নীলকে যোগ্য হয়ে জবাব দিয়েছে, তার সঙ্গে ময়ূরীর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছে মেঘ। এমনকি মেঘ জোর গলায় বলেছে যে নীল এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারবে গিনির সঙ্গেই রূপের বিয়ে দিয়ে তারা কতটা বড় ভুল করেছে।
এদিন মেঘের গলায় এই আত্মবিশ্বাস দেখে বেশ ঘাবড়ে যায় নীল। তাই মেঘের মুখে এই কথাগুলো শোনার পর থেকে নীলের মনে অনেক প্রশ্ন উঁকি দিতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে রুপের ব্যাপারে কোন কিছু না জেনেই গিনির সঙ্গে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে তারা কি ঠিক করল? ময়ূরীর কথায় পুরোপুরি বিশ্বাস করাও কি ঠিক হয়েছে? এরপর নীল যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই তার সামনে এসে হাজির হবে ময়ূরী। ময়ূরীকে দেখে নীল অবাক হলেই তখন আবার নতুন নাটক শুরু করে দেয় ময়ূরী।
এরপরেই আগামী পর্বে দেখানো হবে, ময়ূরী নীলকে জরুরি কথা বলার বাহানা করে বলবে যে মেঘের সাথে ডিভোর্স হওয়ার পর তারা আগে আইনি বিয়ে করবে। তবে তার আগে ময়ূরী নীলকে বলে ‘আমাকে তোমার করে নাও!’ ,একেবারে অন্যরক্ম ইঙ্গিত দেবে সে। আর ময়ূরী যে এত নিচে নামতে পারে, এমনকি ময়ূরীর এই কথা শুনে ছি ছি করছেন দর্শকেরা।