শ্বশুরবাড়ি ঢুকতে না ঢুকতেই গিনির সামনে বেরিয়ে আসছে রূপের নোংরা চেহারা! ফাঁস ‘ইচ্ছেপুতুলে’র আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল'(Iccheputul), তবে দীর্ঘদিন ধরে এই সিরিয়ালে একঘেয়েমি দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকেরা। বারংবার ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে মেঘ। প্রত্যেকবারই নীল ভুল বুঝছে মেঘকে। দুজনের সম্পর্ক যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। ওইদিকে বারবার চেষ্টা করা সত্ত্বেও গিনির সঙ্গে রূপের বিয়ে আটকাতে পারেনি মেঘ। তবে এবার দুজনের বিয়ে হয়ে গিয়েছে।

বিয়ের পরে দুশ্চরিত্র রূপের সব সত্যি প্রকাশ্যে আসবে। রূপকে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে নিজের স্বামীর আসল চেহারার সম্মুখীন হতে হবে গিনিকে। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে রূপ এবং গিনির বিয়ে হয়ে গিয়েছে। এখন স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সে। ওইদিকে আজকের পর্বে দেখানো হবে, শ্বশুরবাড়িতে ঢোকার সময় রূপের বাবা আবার বলবে, আজ রুপ নিজের ঘরে থাকবে না।

রূপ কেন ঘরে থাকবে না এই প্রশ্ন করা হলে তিনি বলেন যে আজকে থেকে রূপের ঘরে গিনির অধিকার আছে। সেই জন্য আজকের দিনটা গিনি একা ঘরে থেকেই সেই ঘর ভালো করে চিনবে। বাবার মুখে এই কথা শুনে গিনিকে বাইরে ফেলেই ঘরে ঢুকে চায় রূপ। এরপরেই রূপের বাবা তার ছেলেকে হাতমুখ ধুয়ে তার সঙ্গে দেখা করার কথা বলে। ওইদিকে রূপের ব্যাপারে মিনির মনের সন্দেহ হলে সে আবার লালের সঙ্গে কথা বলে।

লাল তাকে পাল্টা জিজ্ঞাসা করে বিয়ে বাড়ির দিন রূপের সঙ্গে মিনির কি হয়েছিল? মিনি মিথ্যে বলে যে কিছুই হয়নি। তখন লাল বলে যে সে মিনিকে হন্তদন্ত হয়ে বেরতে দেখেছে। এই কথা শুনে মিনি আবার বলে রূপ ভালো ছেলে। হয়তো মদের নেশায় সে কিছু ভুল করে ফেলেছে। এইসবের পাশে আবার ইউনিভার্সিটির মধ্যে মেঘকে অপমান করে নীল। মেঘ আর চুপ করে থাকে না। সে বলে যে এবার সকলের সামনে রূপের আসল চেহারা প্রকাশ পাবে।

একজন লম্পট ছেলের বউ হওয়াটা কতটা কষ্টের সেটা বুঝতে পারবে গিনি। শ্বশুর বাড়ি গিয়ে রূপের আসল চেহারা প্রকাশ পাবার সাথে সাথে এবার তার মায়ের আসল চেহারা গিনির সামনে আসবে। সবসময় ছেলের কুকর্মের সাক্ষী থাকেন তিনি। এবার স্বামী এবং শ্বশুরবাড়ির আসল রূপ প্রকাশে আসার পর গিনি কি করবে সেটাই এখন দেখার।

Papiya Paul

X