Fixed Deposit

Papiya Paul

Fixed Deposit: এক মাসে পরপর তিনবার FD-তে সুদের হার বাড়ালো এই ব্যাঙ্ক! কত সুদ বাড়লো জানেন?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ নিরাপদে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা জমা রাখেন। এক্ষেত্রে ব্যাংকে ফিক্সড ডিপোজিট টাকা জমানো হয়। বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) সুদের হার বিভিন্ন রকমের হয়। আর রিজার্ভ ব্যাংক এই রেপো রেট একই রাখায় ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো এই ব্যাংক। এই নিয়ে তিনবার ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে।

   

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক(ICICI Bank) তাদের ফিক্সড ডিপোজিটে আবার সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এপ্রিল মাসে এই নিয়ে তৃতীয়বার সুদের হার বাড়িয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে ১ এপ্রিল ২০২৪ এবং ৯ এপ্রিল ২০২৪-এ সুদের হার বাড়ানো হয়েছিল। তবে এই ব্যাংকটি বাল্ক এফডি স্কিমে সুদের হার বাড়িয়েছে। চলুন তাহলে আইসিআইসি ব্যাংকের নতুন সুদের হার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য জানা গিয়েছে, ২ থেকে ৫ কোটি টাকার বাল্ক এফডি সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে ব্যাংক ৭ দিন থেকে ১০ বছরের বাল্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.০০ শতাংশ পর্যন্ত। ১ বছর থেকে ৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ সুদের হার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

আরও পড়ুন: RBI: এখন ১০ টাকার নোট কেন থাকে ছেঁড়া-ফাঁটা? আসল কারণ চমকে দেবে

এছাড়া আইসিআইসিআই ব্যাংক ৭ দিন থেকে ২৯ দিনের FD-তে ৪.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। আবার ৩০ দিন থেকে ৪৫ দিনের FD-তে ৪.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। ৪৬ দিন থেকে ৬০ দিনের FD-তে ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। ৬১ দিন থেকে ৯০ দিনের FD-তে ৬.০০ শতাংশ, ৯১ থেকে ১৮৪ দিনের FD-তে ৬.৫০ শতাংশ, এছাড়া ১৫ মাস থেকে ১৮ মাসের FD-তে ৭.০৫ শতাংশ, ২ বছর থেকে ১০ বছরের FD-তে ৭ শতাংশ সুদ দিচ্ছে।