RBI

anita

RBI: এখন ১০ টাকার নোট কেন থাকে ছেঁড়া-ফাঁটা? আসল কারণ চমকে দেবে

নিউজ শর্ট ডেস্ক: বাজারে কেনা কাটা করতে গেলে কিংবা গাড়ি ভাড়া দিতে গেলে দশ টাকার খুচরো নোট খুবই প্রয়োজনীয়। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখনকার দিনে বাজারে চলতি অধিকাংশ নোট-ই এখন হয় ছেঁড়া-ফাটা নয়তো ময়লা। তাই পরিষ্কার পরিছন্ন ১০ টাকার নোটের (10 Rupees Note) এখন বড়ই অভাব বাজারে। 

   

সবমিলিয়ে বাজারে বেশিরভাগ ১০ টাকার নোটের অবস্থা এখন একেবারেই ভাল নয়। এখন এই ১০ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে পকেটে কিংবা পার্সে  ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা  হচ্ছে।

অনেকেই বুঝে উঠতে পারছেন  না, দশ টাকার নোটের এমন করুণ অবস্থা কেন? আর কেনই বা বাজারে ১০ টাকার নোটের এত অভাব? প্রসঙ্গত  ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক  নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপর।

রিজার্ভ ব্যাঙ্ক,Reserve Bank,১০ টাকার নোট,10 Rupees Note,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) ধীরে ধীরে ১০ টাকার নোট ছাপানোর ওপর রাশ টানছে। ফলে নতুন নোট আর বাজারে না আসায় এখন পুরনো নোটই ভরসা। তাই বাকি সব টাকার নোট থাকলেও এই মুহূর্তে ১০ টাকার নোটের জোগান নেই বাজারে। ফলে এখন পুরনো নোটগুলি হাত ঘুরতে ঘুরতে ছেঁড়া-ফাটা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট কি? এই অ্যাকাউন্টের ফায়দা জানলে খুলবেন আপনিও

এখানে বলে রাখি ২০১৯-২০ অর্থবর্ষে ১৪৭ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়েছিল। তার পরের অর্থবর্ষে মাত্র ১২৮ কোটি ৪০ লক্ষ। ২০২১-২২ অর্থবর্ষে ৭৫ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়। এইভাবে ধীরে ধীরে  ১০ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।