Papiya Paul

ব্যাঙ্কে ১০ হাজার টাকার বেশি জমা দিলেই গুনতে হবে বাড়তি চার্জ! ১ লা জানুয়ারি থেকে চালু নতুন নিয়ম

আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরে আসছে নতুন বছর ২০২২। আর বছরের শুরুতেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর গ্রাহকদের জন্য বেশকিছু নিয়মে বদল নিতে চলেছে। আগামীকাল অর্থাৎ ১ লা জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে। এই ব্যাংকে তিন ধরনের সেভিংস একাউন্ট খোলা হয়।

   

প্রতিমাসে একজন গ্রাহক মোট চারবার বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এর থেকে বেশি বার টাকা তুললে গ্রাহকদের সে ক্ষেত্রে প্রত্যেক বারের জন্য ন্যূনতম ২৫ টাকা করে চার্জ দিতে হবে। যদিও বেসিক সেভিংস অ্যাকাউন্ট টাকা জমা করার জন্য কোন চার্জ ধার্য করা হবে না। এই ব্যাংকের গ্রাহকদের একটা নির্দিষ্ট লিমিট থেকে টাকা তোলা ও জমা করার জন্য চার্জ দিতে হবে।

তবে এবার নতুন নিয়মে বলা হয়েছে, সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট মাসে ১০ হাজার টাকা জমা করার জন্য কোন চার্জ দিতে হবে না। কিন্তু এর থেকে বেশি টাকা জমা করতে চাইলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ ধার্য করা হবে। আবার সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলার সময় কোন চার্জ লাগবে না। এরপরে যতবারই টাকা তোলা হবে ২৫ টাকা করে চার্জ দিতে হবে। ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, নতুন বছরের শুরুর দিন থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। এর সাথে ধার্য করা হবে জিএসটিও।