2000 Rupees Note

2000 Rupees Note: আপনার কাছে ২০০০ টাকার নোট এখনো আছে? ফেলে না দিয়ে RBI কি বলছে জেনে নিন

নিউজশর্ট ডেস্ক: মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার নোট বাতিল করা হয়েছে। কিছুদিন আগেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় ২০০০ টাকার নোট(2000 Rupees Note) বাতিল হবে এবং এটি ব্যাংকে জমা বা বিনিময় করার শেষ তারিখ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবুও যদি কোন কারণে আপনার কাছে এখনো ২০০০ টাকার নোট বাকি থাকে তবে সেক্ষেত্রে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই।

আপনার কাছে রাখা এই নগদ টাকা এখনো কোন আবর্জনা হিসেবে থাকবে না। আপনি চাইলে এগুলি এখনো সারাদেশে ছড়িয়ে থাকা RBI-এর ১৯ টি অফিসে জমা করতে পারেন অথবা আপনি ডাক বিভাগের মাধ্যমে আরবিআই অফিসে এই নোটগুলো পাঠাতে পারেন।

মুদ্রানীতি কমিটির বৈঠকের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে ১৯ মে ২০২৩ সালের মধ্যে ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট প্রচলন ছিল। এরমধ্যে ৩.৪৩ লক্ষ কোটি টাকার নোট সিস্টেমের কাছে ফিরে এসেছে। এখনো ১২ হাজার কোটি টাকার নোট ফেরত আসেনি। তার মানে বাজারে এখনও এই নোটগুলো রয়েছে।তাই আপনার কাছেও যদি এই দুই হাজার টাকার নোট এখনো থেকে থাকে তাহলে এই কারেন্সি যত তাড়াতাড়ি সম্ভব বিনিময় করতে হবে।

আরও পড়ুন: RBI: ৫ টাকার কয়েন বাতিল! আপনার কাছে আছে? জানুন RBI-র নতুন নির্দেশিকা

২০০০ টাকার নোট RBI অফিসে জমা করা যাবে: আপনার কাছে যদি এখনো ২০০০ টাকার নোট থাকে তাহলে আপনি সেই নোটগুলি আরবিআই অফিসে জমা দিতে পারেন এবং অন্যান্য মূল্যের নোটের সাথে বিনিময় করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুবিধা এখনো অব্যাহত থাকবে। জেনে রাখবেন শুধুমাত্র ২০ হাজার টাকা পর্যন্ত নোট একবারে জমা এবং আদান-প্রদান করা যাবে।

আর এই নোট জমা বা বিনিময় করার সময় আরবিআই অফিসে বৈধ আইডি প্রমাণ দেখাতে হতে পারে। আরবিআই-এর প্রায় প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে একটি করে অফিস রয়েছে যদি কোন ব্যক্তি আরবিআই অফিসে যেতে না পারেন। তাহলে তিনি ভারতীয় পোস্টের মাধ্যমে আরবিআই অফিসে পাঠিয়ে সেই টাকা জমা দিতে পারেন।

Papiya Paul

X