মানুষ সাধারণত, কাল্পনিক ঘটনার চেয়ে বাস্তব জীবনের উপর নির্মিত ছবি দেখতেই বেশি ভালোবাসে। ছবিগুলি বক্স অফিসে হিটও হয় ভালোই। আসলে এইসব কাহিনীর ক্ষেত্রে মানুষ সব সময় ঘটনার ফলাফল নিয়ে কৌতুহলী হয়ে ওঠে। এমনিই ৫ টি বলিউড ছবির কথা বলব আজকের প্রতিবেদনে যা মুক্তির পর রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল।
১. নো ওয়ান কিলড জেসিকা : এই ছবিটি ২০১১ সালে মুক্তি পায়। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান ও রানি মুখার্জি। ১৯৯৯ সালে ‘জেসিকা লাল’ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ছবিটি। প্রসঙ্গত, এক মন্ত্রীর ছেলে মদের জন্য খুন করেছিলো জেসিকাকে। ছবিটি না দেখে থাকলে আজই দেখে ফেলুন।
২. তলভার : সাল ২০১৫ তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তলভার’ একটি ডবল মার্ডারের গল্পকে ফুটিয়ে তুলেছিল। ২০০৮ সালের নয়ডা হত্যাকান্ডকে দারুন সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ইরফান খান এবং কঙ্কনা সেন শর্মা অভিনীত, এই সিনেমাটি দেখার মতো।
৩. শহীদ : হানসল মেহেতা পরিচালিত এই ছবিটি একজন আইনজীবীর হত্যাকান্ডকে ঘিরে নির্মিত। ২০১০ সালে তাকে হত্যা করা হয়। আর ছবিটি তৈরি হয় সাল ২০১৩ তে। ছবির গল্পের সাথে সাথে মূখ্য ভূমিকায় রাজকুমার রাওয়ের অনবদ্য অভিনয় উপরি পাওনা।
৪. রুস্তম : অক্ষয় কুমারের এই ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। ১৯৫৯ সালে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়। নিজের স্ত্রীয়ের পরকীয়ার কথা জানতে পেরে সেই ব্যক্তিকে হত্যা করে এক নৌসেনা। গল্পের ক্লাইম্যাক্স দারুন ইন্টারেস্টিং।
৫. ম্যায় অর চার্লস : অপরাধ জগতে বিশেষ পরিচিতি পাওয়া চার্লস শোভরাজের জীবন সম্পর্কে না জানলে পরিচালক ‘প্রবাল রমন’-এর এই ছবিটি দেখুন। ছবিটির গল্প ১৯৮০ সালে ‘চার্লস শোভরাজ’ দ্বারা সংঘটিত খুন এবং চুরি নিয়ে।