নিউজশর্ট ডেস্ক: গোটা ভারতবর্ষের মানুষের কাছে ভারতীয় রেলের(Indian Railways) গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ ভারতীয় রেলের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন। কম খরচায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় এই ভারতীয় রেল।
সারাদেশে বহু মানুষ এই ভারতীয় রেলের উপর পুরোপুরি নির্ভরশীল রয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেন সমস্ত ট্রেনেই লক্ষ লক্ষ যাত্রী রোজ যাতায়াত করে থাকেন। এই যাত্রী নিরাপত্তার ব্যাপারে ভারতীয় রেল বরাবর যত্নশীল। কিন্তু তবুও রেলে যাতায়াত করার সময় বহু মানুষ তাদের লাগেজ ছাড়িয়ে ফেলেন।
বলাই বাহুল্য, সেই লাগেজে টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী, জামাকাপড় সমস্ত কিছুই থাকে। এবার প্রশ্ন হল ভারতীয় রেলে যদি কোন লাগেজ ছাড়িয়ে যায় তাহলে কি করতে হয় এবং কোথায় যেতে হয়? যা জানেন না বহু মানুষই।
আপনি জানলে অবাক হবেন কোন ব্যক্তি যদি ট্রেনে লাগে ছাড়িয়ে ফেলে নেমে পড়েন তাহলে অনেক সময় এটা ফেরত পেয়ে যেতে পারেন। তবে এর জন্য সঠিক সময় সঠিক জায়গায় জানাতে হবে। এক্ষেত্রে সেই যাত্রীকে www.wr.indianrailways.gov.in-এ গিয়ে যাত্রী লাগেজের লিস্ট দেখতে পারেন। সেখানে গিয়ে লাগেজের ছবি ও দেখতে পাবেন।
তবে আপনার লাগেজ পেলে সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিয়ে এসে লাগেজ দাবি করতে হবে। যথাসময়ে যদি রেলকে জানান তাহলে লাগেজ ফেরত পেতে পারেন। এছাড়া লাগেজ ভুল করে ট্রেন নিয়ে ফেলে নেমে পড়ার পরই আপনি সঙ্গে সঙ্গে RPF কে মেনশন করে টুইট করতে পারেন। এছাড়া শিয়ালদা ডিভিশনের আরপিএফের অফিশিয়াল ফোন নাম্বার 9002021786।