Papiya Paul

আপনার বাড়ির অনুষ্ঠানে শাহরুখকে চাইছেন! জানেন পকেট থেকে কত টাকা খসবে?

নিউজশর্ট ডেস্কঃ বলিউডের (Bollywood) তথা বিশ্বের গ্ল্যামার দুনিয়ার একটি বড় নাম হল শাহরুখ খান (Shahrukh Khan)। দেশে বিদেশে সব জায়গাতেই তার অনুরাগীর সংখ্যা নজর কাড়ার মত। সম্পদের দিক দিয়েও জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা দশ শিল্পীর তালিকায়। এহেন তারকাকে সামনে থেকে দেখার লোভ কার না হয়!

   

অনেকেই তো আবার আরব সাগরের তীরে ‘মন্নত’র সামনে দাঁড়িয়েও থাকেন এক ঝলক তাকে দেখার জন্য। কপাল ভালো থাকলে কখনও কখনও হয়তো এক ঝলক দেখতেও পেয়ে যায় অনেকে। তারমধ্যেই হয়ত, একবার ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসা জানিয়ে দেন কিং খানও।

তবে আমরা যদি বলি, এই বিশেষ জিনিসটি আপনার কাছে থাকলে খোদ কিং খান আপনার ব্যক্তিগত অনুষ্ঠানে এসে যোগ দেবেন, তাহলে কি অবিশ্বাস করবেন? শুনতে অবাক লাগলেও, কিছু মিডিয়া কিন্তু এমনটাই দাবি করেছেন। তবে তার জন্য আপনাকে খসাতে হবে মোটা অঙ্কের টাকা।

হ্যাঁ, মিডিয়ার দাবি, টাকা নামের এই বিশেষ বস্তটি আপনার কাছে থাকলে আপনিও নিজের ব্যক্তিগত অনুষ্ঠানের আসর জমানোর জন্য শাহরুখ খানকে আমন্ত্রণ জানাতে পারেন। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, এই ইচ্ছে পূরণের জন্য নূন্যতম ৩ কোটি টাকা ব্যয় করতে হবে আপনাকে। পরিস্থিতি অনুযায়ী টাকার অঙ্ক বৃদ্ধিও পেতে পারে।

সম্প্রতি বেশকিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মোটা টাকা ব্যয় করলে শাহরুখ খান ব্যক্তিগত পার্টিতে যোগ দিতে রাজি হন। তবেই অনুষ্ঠানে এসে আসর জমাতে পারবেন কিং খান। তাহলে আপনি কি রাজি আছেন এই টাকা খরচ করে নিজের বিয়ে বা কোনো বিশেষ অনুষ্ঠানে শাহরুখ খানকে আমন্ত্রণ জানাতে? কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের মতামত।