টলিউড,বিনোদন,সঙ্গীত জগত,ইমন চক্রবর্তী,জিৎ গাঙ্গুলী,পারিশ্রমিক,Tollywood,Entertainment,Gossip,Music World,Jeet Ganguly,Salary,Iman Chakraborty

Moumita

‘আমি কম টাকায় শো করি না’, গানের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমন-জিৎ

বছর দুয়েক আগে কোভিড অতিমারিতে বিদ্ধস্ত হয়ে গেছিল গোটা দুনিয়া। মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছিল এই ভয়ঙ্কর ভাইরাস। তবে বর্তমানে এই করার কোভিডের থাবা পেরিয়ে আবারও ছন্দে ফিরেছে মানুষের জীবন। তবে এই অতিমারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল বিনোদন দুনিয়া। কোন ছবির শুটিং বন্ধই করা হয়েছিল তো কাউকে আবার স্থগিত রাখা হয়েছিল।

   

এর সাথে থমকে গেছিল সঙ্গীত জগতের কাজকর্মও। বহু সঙ্গীত শিল্পীদের তাঁদের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিল। যদিও এখন কোভিডের করাল ছায়া কেটে গিয়ে আবারো শুরু হয়েছে সংগীতানুষ্ঠান। উৎসবের মরশুমে দূর্গাপুজা থেকে কালিপুজা পর্যন্ত টানা লাইভ কনসার্ট, শো করেছেন শিল্পীরা। দেশের মাটিতে, বিদেশে এমনকী বাংলার বিভিন্ন প্রান্তেও গিয়ে নিখাদ বিনোদন জোগান তারা।

আর বিনোদনের পাশাপাশি এটা যে তাদের পারিশ্রমিকেরও একটা অঙ্গ তা বলাই বাহুল্য। যদিও শিল্পীমহল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, টাকার অঙ্কে নাকি কোপ পড়েছে। সূত্রের খবর, বর্তমান বাজারে দাঁড়িয়ে নাকি উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেননা তারা। এখন নাকি আগের চেয়েও কম টাকায় শো করতে হচ্ছে তাদের।

আর পরিস্থিতি দেখে নাকি অনেকেই তা মেনেও নিচ্ছেন। তবে সত্যিই কি কম পারিশ্রমিকে কাজ করছেন শিল্পীরা? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন জাতীয় পুরস্কার জয়ী শিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। গায়িকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘প্রথমত আমি কম টাকায় শো করি না। আগের থেকে শো বেশি হচ্ছে এবং আমি টাকা বেশিই পাচ্ছি। আমার টাকা যে খুব কমেছে সেরকম নয়।’

আবার এদিকে টলিউড-বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) গলায় শোনা গেল অন্য সুর। তার কথায়, ‘দিন কয়েক আগেই আমি আমেরিকাতে শো করে ফিরেছি। মানুষের মধ্যে ভয় কেটেছে। কিন্তু, এই শো আমার কোভিডের আগে থেকে ঠিক করা ছিল। তাই কোভিড মিটে যাওয়ার পরেও আমি পারিশ্রমিক বাড়িয়ে দিতে পারিনি। সেটা হয়ত উচিৎ কাজ হত না। তাই পূর্ব নির্ধারিত মূল্যেই শো করেছি।’

পাশাপাশি তিনি আরো জানান, ‘তবে শিল্পীদের যে খুব কম টাকায় শো করতে হচ্ছে সেটাও ঠিক নয়। শিল্পীরা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে এই কোভিডের দোহাই দিয়ে কম টাকা দেওয়ার অসাধু চেষ্টা করা হচ্ছে। শিল্পীদের সেই দিকটাও ভাল করে বুঝে নেওয়া উচিত।’