ছুটির দিন মানেই ওয়েব সিরিজ(Web Series)? এমতাবস্থায় পুরোনো সিরিজ দেখে বোর হয়ে গেছেন। নতুন কিছু হিন্দি বা বাংলা ওয়েব সিরিজের জন্য অপেক্ষা করছেন? তাহলে জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসেই একগুচ্ছ নতুন সিরিজ শুরু হতে চলেছে। তাহলে চলুন দেখে নিই কোন প্লাটফর্মে(Platform) কী সিরিজ আসতে চলেছে!
জেহানাবাদ : সোনি লাইভের নতুন সিরিজ জেহানাবাদ। ২০০৫ সালের প্রেক্ষাপটে তৈরী হচ্ছে এই সিরিজ। ভালোবাসা থেকে বিশ্বাসঘাতকতা সবকিছুই তুলে ধরা হয়েছে এই সিরিজে। গত ৩ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিরিজের মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন হর্ষিতা কৌর, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে।
রক্তকরবী : এই সিরিজটাও মুক্তি পেয়েছে গত ৩ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই ভালোই জনপ্রিয়তা কুড়িয়েছে এই থ্রিলার ড্রামা। সায়ান্তন ঘোষালের পরিচালনায় তৈরি এই থ্রিলারে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, রাইমা সেনও তুলিকা বসু, প্রমুখ।
ফারজি : প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটি আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে। রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকে এটির পরিচালনায় তৈরি এই সিরিজে অভিনয় করেছে শাহিদ কাপুর। তাড়াতাড়ি বড়লোক হওয়ার উপায় দেখানো হয়েছে এই সিরিজে।
বধ : নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলার সিরিজটিও চলতি মাসেই মুক্তি পেয়েছে। সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন নীনা গুপ্ত, সঞ্জয় মিশ্র।
ক্লাস : নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ মূলত একটি হিন্দি ক্রাইম থ্রিলার। এটিও গত ৩ তারিখ মুক্তি পেয়েছে। আর্থিকভাবে দূর্বল পরিবারের তিন ছাত্র যখন দিল্লির একটি নামী স্কুলে ভর্তি হয় তখন তাদের কী সহ্য করতে হয়।