Old Clothes Sell

Old Clothes Sell: পুরোনো জামাকাপড় ফেলে না দিয়ে বিক্রি করুন এই ৪ ওয়েবসাইটে, রোজগার হবে মোটা টাকা!

নিউজশর্ট ডেস্কঃ শপিং করতে কমবেশি সকলেই ভালোবাসেন। এক্ষেত্রে শুধুমাত্র জামাকাপড় নয়, জুতো, অন্যান্য পণ্য সমস্ত কিছুই কেনাকাটা লেগেই থাকে। আর বারেবারে এরকম জামাকাপড় কিনতে কিনতে ঘরে জামা কাপড় বোঝাই হয়ে যায়। আবার অনেক সময় এক পোশাক বারবার পরতে ইচ্ছে করে না। তখন সেই সমস্ত পোশাকগুলোর আলমারির এক কোণে জায়গা হয়।

আবার অনেক ক্ষেত্রে জামাকাপড়ের সাইজ ঠিক হয় না বলে সেই সমস্ত জামাকাপড় গুলো আলমারিতেই পড়ে থাকে। এই অব্যবহৃত জামা কাপড় গুলো নিয়ে কি হবে সেটার চিন্তা থাকে সকলের মধ্যেই। তবে এবার আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না যে পুরনো জামাকাপড় বিক্রি(Old Clothes Sell) করতে পারেন। এর জন্য রয়েছে বেশ কিছু ওয়েবসাইট। এই সমস্ত ওয়েবসাইট গুলো সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো।

Etashee: এটি হলো এমন একটি ওয়েবসাইট যেখানে নিজেদের পুরনো জামা কাপড় মূল্যে বিক্রি করা সম্ভব হয়। আর ফ্যাশনপ্রেমীরা এইখানে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নিজেদের পুরনো জামা কাপড় বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন।

আরও পড়ুন: Money Making Tips:বছরে ১ লক্ষ টাকা দিয়ে রিটার্ন মিলবে ১.৭৪ কোটি টাকা! জানুন কিভাবে হবেন কোটিপতি?

Elanic: এটি পুরনো জামা কাপড় বিক্রি করার জন্য একটি দারুণ ওয়েবসাইট। এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে ভালো দাম পাওয়া যায়। আবার ব্যবহৃত পুরনো জামা কাপড়ও কেনা যায়।

Spoyl.com: এখানেও পুরনো জামা কাপড় বিক্রি করা যায়। এখানে পুরনো জামা কাপড় বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। এছাড়া প্রসাধনী পণ্য এবং বই বিক্রি করতে চাইলেও এই ওয়েবসাইটের মাধ্যমে তা করা যেতে পারে। এখানে আপনি দোকানের মত দরদাম করে জিনিস কিনতে পারবেন। এমনকি এই ওয়েবসাইট থেকে বহু মডেল এবং অভিনেতাদের পোশাকও কেনা যাবে।

Refashioner: এই ওয়েবসাইটে নিজেদের পুরনো জামা কাপড়, ব্যাগ, জুতো এবং অন্যান্য জিনিস বিক্রি করা যায়। এমনকি বিভিন্ন মডেল এবং অভিনেতাদের পুরোনো জামাকাপড় কিনতেও পারবেন।

Avatar

Papiya Paul

X