Shruti Das

anita

Shruti Das: বড় বিপদের মুখে ‘রাঙা বউ’ শ্রুতি দাস! বিশেষ আর্জি জানিয়ে সতর্ক করলেন সবাইকে

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ‘রাঙা বউ’ (Ranga Bou) নামেই পরিচিত। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রথমবার হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি কাজ করেছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’তে।

   

তবে রাঙা বউ সিরিয়াল চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornendu Samaddar) সাথে বিয়ে করেছেন অভিনেত্রী। তাই বিয়ের পর এখন শ্রুতির পুরো নাম হয়েছে শ্রুতি দাস সমাদ্দার (Shruti Das Samaddar)। কিন্তু সম্প্রতি নিজের পরিচয় নিয়ে বিরাট ঝামেলায় পড়েছেন অভিনেত্রী।  যা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত অভিনেত্রী। তাই এবার নিজের পরিচয় নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন খোদ অভিনেত্রী নিজেই।

আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে শ্রুতির নামেই আরও একজন অভিনেত্রী রয়েছেন। আর তাঁর নামের সাথেই অনেকে গুলিয়ে ফেলছেন ‘রাঙাবউ’ অভিনেত্রী শ্রুতিকে। সেই নায়িকা কাজ করেন সিনেমাও আর ওয়েব সিরিজে। নামের পাশাপাশি দুজনের পদবীও এক। তাই সমস্যা হচ্ছে আরও বেশি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তাই এবার বিষয়টি সবার সামনে আনতেই লিখিতভাবে শ্রুতি জানিয়েছেন ‘আমার নামে, মানে শ্রুতি দাস নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি, সিরিজে করেন। ওঁর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছাবার্তা আসে, রিপোর্টারদের ফোন মেসেজ আসে। এক্স=প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল,বাদামী হায়নার কবলের সময়ও এক।’

আরও পড়ুন: পরাগের মৃত্যু দিয়েই শেষ হবে শিমুলের পথ চলা! ফাঁস ‘কার কাছে কই’র নতুন প্রোমো

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে এদিন শ্রুতি জানিয়েছেন, তিনি যতক্ষণ না কোন সিরিয়াল, ওয়েব সিরিজ কিংবা  সিনেমার আপডেট দেবেন ততক্ষণ পর্যন্ত তাঁকে যেন দয়া কেউ এই বিষয় নিয়ে কোনো  প্রশ্ন না করেন। সেইসাথে এদিন সকলের কাছেই অভিনেত্রীর আর্জি, ‘দয়া করে আমার পুরো নামটি যাচাই করে তবেই বিষয়গুলি নিয়ে কথা বলবেন।’