offbeat darjeeling

Moumita

হাতে অল্প সময়! দুদিনের ছুটিতে বেড়িয়ে আসুন ‘পাপরখেতি’! মিলবে স্বর্গসুখ

উত্তরবঙ্গে (North Bengal) ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে। আর এই বর্ষাতেই তো প্রকৃতির রূপ আরও খোলতাই হয়। উত্তরবঙ্গের সৌন্দর্য নিয়ে এমনিই কোন কথা হবেনা। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলি এক অনন্য রূপ ধারণ করে। এমতাবস্থায় দূর্গা পুজোর ছুটিতে অনেকেই উত্তরবঙ্গ (Darjeeling) ঘোরার প্ল্যান করছেন অনেকেই। তাদের জন্য আজকের প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ।

   

আমাদের আজকের গন্তব্য উত্তরবঙ্গের (North Bengal) একটি ছোট পাহাড়ি গ্রাম পাপরখেতি (Paparkheti)। ছোট্ট এই গ্রামের সৌন্দর্য পর্যটকদের সত্যিই মুগ্ধ করে। যদিও অনেকেই এই গ্রামের নাম শোনেননি। আর সেই কারণে গ্রামটি খানিকটা নিরিবিলি-ও বটে। শিলিগুড়ির কাছে গজোলডোবায় অবস্থিত ছোট্ট এই পাহাড়ি গ্রাম থেকে আপনিও ঘুরে আসতে পারেন।

গোটা পাহাড় এই সময় অদ্ভুত সবুজ মায়ায় ঘিরে যায়। বোনাস হিসেবে থাকে পাহাড়ি ঝরনার সৌন্দর্য। পাশাপাশি রয়েছে ঘন চায়ের বাগান। তাই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা হতে চলেছে এটি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে বেশ কিছুটা সময় কাটানো যায় এখানে।

ভ্রমণ,উত্তরবঙ্গ,দার্জিলিং,অফবিট ডেস্টিনেশন,অফবিট দার্জিলিং,North Bengal,Offbeat Destination,Offbeat Darjeeling,Travel,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

প্রসঙ্গত উল্লেখ্য, গরুবাথানের পাহাড় এখানে উঠে গিয়েছে চেল নদীর গা বেয়ে। প্রতিটি বাড়ির বারান্দায় দেখতে পাবেন রংবেরঙের অর্কিড। এখান থেকে লাভা-রিশপ-ও খুবই কাছে। হাতে সময় থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আপনারা। পাশাপাশি একটি বড় পাথর খন্ডও রয়েছে এখানে। তার উপর রয়েছে হনুমানজির মন্দির।

ভ্রমণ,উত্তরবঙ্গ,দার্জিলিং,অফবিট ডেস্টিনেশন,অফবিট দার্জিলিং,North Bengal,Offbeat Destination,Offbeat Darjeeling,Travel,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

উত্তরবঙ্গ থেকে বহু মানুষ আসেন এখানে। ভক্তিভরে পুজো দিয়ে হুনুমানজির আশীর্বাদ নেন তারা। আর মন্দিরের ঠিক পেছন দিয়েই বয়ে চলেছে পাহাড়ি নদী। বর্ষাকালে এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে এই জায়গা। জীবনসঙ্গীকে নিয়ে একান্তে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।