নিউজ শর্ট ডেস্ক: ঠিক যেন জলরঙে সাজানো পাহাড়ি গ্রাম যেদিকেই যায় সেদিকেই সবুজের মেলা। যা দেখলেই মনে পড়ে যায় ছোটবেলার গ্রিটিংস কার্ডের থাকা পাহাড়ি গ্রাম গুলোর কথা। ফুল আর সবুজ ঘেরা এই পাহাড়ি গ্রামে গেলে গেলেই মনে হবে, ঠিক যেন এক চিলতে সুইজারল্যান্ড (Switzerland)। ছবির মতই সাজানো গোছানো এই পাহাড়ি গ্রামেই রয়েছে অপূর্ব সুন্দর বেল্টার রিসর্ট (Beltar Resort)।
যা অবস্থিত উত্তরবঙ্গের কার্শিয়াং-এ। এখানে গেলেই মনে হবে যেন কোন বিদেশী গ্রামে দাঁড়িয়ে রয়েছেন। কিংবা কারো হয়তো মনে হবে কোন পোস্টকার্ডের ল্যান্ডস্কেপ। চারদিকে মনোরম পরিবেশের এই গ্রামের একদিকে সবুজে মোড়া পাহাড় আর ঠিক তার পাদদেশে খেলনার মত সাজানো ছোট্ট ছোট্ট সুইস কটেজ।
যার সামনেই রয়েছে সুইমিংপুল। এই গ্রামের যেদিকেই চোখ যাবে সেদিকে দেখা যাবে সবুজ ঘেরা পাহাড় সারি সারি চা বাগান। শহুরে কোলাহল থেকে দূরে শান্ত নির্জন প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এইরিসর্টটিই এখন পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই এখানকার মূল আকর্ষণ নির্জনতা কাঞ্চনজঙ্ঘা, আর সারি সারি পাইনের জঙ্গল।
মূলত লেপচাদের বাস এখানে। শিলিগুড়ি থেকে প্রায় ৫০কিলোমিটার দূরেই রয়েছে এই এক টুকরো সুইজারল্যান্ডে। দার্জিলিং যাওয়ার রাস্তায় টুং থেকে নিচের দিকে লোয়ার কার্শিয়াংয়েই রয়েছে এই গ্রাম। টুং থেকে ৪.৬ কিলোমিটার নিচে গেলেই দেখা মিলবে এই গ্রামের। এখানেই অবস্থিত বেলটার রিসর্ট। দার্জিলিং তো সবাই যায়। এবারের শীতে কলকাতার কংক্রিটের জঙ্গল থেকে দিন কয়েকের ছুটি মিলতেই ঘুরে আসুন উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম থেকে।
আরও পড়ুন: বিদেশ ভেবে ভুল করেন অনেকে! জীবনে একবার হলেও ঘুরে আসুন ভারতের এই ৪ টি জায়গা
কার্শিয়াংয়ের বেলটায় গেলে ভালো হয়ে যাবে মনটাও। এখানে প্রকৃতি সেজে উঠেছে জল রঙের অ্যালবামের মতো। পাহাড়ের নির্জন পথ, পাহাড়ি জঙ্গলে পোকামাকড়ের ডাক,ঝর্ণার জলের শব্দ, মেঘ রোদের খেলা, হালকা ঠান্ডা হাওয়া আর আপনি। এই দৃশ্য আর কল্পনা নয় এই শীতেই উপভোগ করতে চলে আসুন এই পাহাড়ি গ্রামে।