Income Tax Raid: ১০ লাখ নাকি ১৫ লাখ! একসঙ্গে কত টাকা বাড়িতে নগদ রাখা যায়? কি বলছে আয়কর আইন?

নিউজশর্ট ডেস্কঃ মাঝেমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আয়কর হানায়(Income Tax Raid) কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার খবর পাওয়া যায়। এক্ষেত্রে আয়কর দফতরের হানায় কখনো নেতা-মন্ত্রী, কখনো আবার ব্যবসায়ীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়।

তবে বাড়িতে বেশি সংখ্যক টাকা রাখলে একদিকে যেমন নিরাপত্তার বিষয়টি মাথায় আসে, ঠিক তেমনি মোটা অংকের টাকা বাড়িতে রাখলে যেকোনো সময় আয়কর হানা হতে পারে। তাই এইসব ক্ষেত্রে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে বাড়িতে সর্বোচ্চ কত টাকা নগদ রাখা যায়?

আয়কর আইন অনুযায়ী বাড়িতে সর্বাধিক কত টাকা নগদ রাখতে পারবেন সেটির বিষয়ে কোনো উর্ধ্বসীমা নেই। আপনি যত সংখ্যক পরিমাণ টাকা রাখুন না কেন আয়কর দপ্তরকে সেই আয়ের হিসাব বা সেই আয় কোথা থেকে হয়েছে সেই সম্পর্কে স্পষ্ট জানাতে হবে।

আরও পড়ুন: Gautam Adani: নিমেষের মধ্যে পাবেন কনফার্ম টিকিট! নতুন অ্যাপ এনে চমক দিলেন গৌতম আদানি

এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে আয়ের উৎস নিয়ে যদি আয়কর আধিকারিকরা সন্তুষ্ট না থাকেন তাহলে বাড়িতে থাকা মোট টাকার ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে আয়কর দপ্তর। এছাড়া কেউ যদি ৩০ লক্ষ টাকার বেশি দিয়ে কোন সম্পত্তি কেনে তাহলে তিনি আয়কর দপ্তরের নজরদারিতে চলে আসবেন। এছাড়া কোন কিছু কেনাকাটার সময় নগদে ২ লক্ষ টাকার বেশি দেওয়ার নির্দেশ নেই।

Avatar

Papiya Paul

X