হিন্দি ধারাবাহিক (Hindi Serial) জগতে জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) । বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘অনুপমা’ ধারাবাহিকে। এর আগে মনীষা সারাভাই এবং পিংকির মতন চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। তবে বর্তমানে যে সমস্ত হিন্দি সিরিয়াল রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘অনুপমা'(Anupama)। ফলে স্বাভাবিকভাবেই কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী এই বাঙালি নায়িকার।
তবে একটা সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। শুনতে হয়েছে নানান কথা। ডেলিভারির পর বেড়ে যাওয়া ওজনের কারণেই নাকি ক্রমাগত ট্রোল হতে হয়েছে তাঁকে। তবে কেবলমাত্র অনুরাগীরা নন অভিনেত্রীর কাছের বন্ধুরাও নাকি ‘মোটা মহিলা’ বলে রাগাতেন তাঁকে।
অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, গর্ভাবস্থায় থাকাকালীন জটিল সমস্যার মধ্যে দিয়ে গেছেন তিনি। এমনকি মা হওয়ার পরেই ধরা পড়ে থাইরয়েড। বদলে চায় জীবনযাত্রার রুটিন। আর সে কারণেই ওজন বেড়ে যায় তাঁর। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎ করেই আমার ওজন বেড়ে ৮৩ কেজি হয়ে গেছিল। একটা সময় আমার গোড়ালি আর আমার ওজন নিতে পারত না। এসবের মাঝেই লোকেরা আমাকে দেখলেই বলে উঠতো ‘তুমি এত মোটা হয়ে গেছো’।
অভিনেত্রীর সংযোজন, ‘এমনকি আমাকে কটাক্ষ করতো আমার খুব কাছের মানুষেরাও। সব সময় আমাকে শুনতে হতো নানান ধরনের কথা। আমাকে আমার এক বান্ধবী বলেছিল তুমি আন্টি হয়ে গেছো। এই সমস্ত কথাগুলো যে কোন মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলে। তবে সব সময় মনে রাখবেন কারোর আপনাকে মোটা বলার অধিকার নেই’।
রুপালি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘আমাকে সব সময় ট্রোলের মুখে পড়তে হত। অনেকেই বলত তোমার মুখে বলিরেখা দেখা দিচ্ছে। সে সময় মানসিকভাবে ভেঙে পড়লেও এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। আমি এখন বলি হ্যাঁ আমার বলিরেখা দেখা দিয়েছে তবে আমি যেমনই হই না কেন তার জন্য আমি গর্বিত। আমি নিজেকে মেনে নিতে শিখেছি। যে সমস্ত মহিলাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সকলকে যোগ্য জবাব দিতে শিখুন’।