মধ্যবিত্তদের জন্য বিশাল সুখবর, ধনতেরাস এর আগেই কমে গেল সোনার দাম

সামনে কালীপুজো। সাথে ধনতেরাস। ঠিক এই সময়ে সোনা কিনতে প্রস্তুত প্রত্যেক ভারতীয়। বলা হয়, ধনতেরাসের দিন সোনা কিনলে বাড়িতে সারা বছর লক্ষ্মী বিরাজ করেন। তবে ধনতেরাসের আগেই সোনার দাম হুড়মুড়িয়ে কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে মধ্যবিত্তদের চোখে মুখে।শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সোনার দামের এই প্রথম খুব ভালো করে লক্ষ্য করা গেছে। সোনার দাম কমতে না কমতেই ক্রেতারা ভিড় জমিয়েছেন দোকানে। মনের মত সোনা কেনার জন্য ইতিমধ্যেই পছন্দসই দোকানে পছন্দসই জিনিস কেনার জন্য পৌঁছে গেছেন মধ্যবিত্তরা।

চলুন জেনে নেওয়া যাক আজ সোনার দাম কত।

কলকাতার বাজারে আজকের সোনার দাম ৪৭ হাজারের কাছাকাছি। অর্থাৎ প্রত্যেক ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১৫ টাকা। ২৪ ক্যারেটের সোনার দাম ১০ গ্রামের ৪৯৮৫০ টাকা,১ গ্রামের দাম ৪৯৮৫ টাকা।দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪৬৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮৫ টাকা।২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১১০০ টাকা এবং ১ গ্রামের ৫১১০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে সোনার কত দাম এখন কেরালা, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে। সেখানে আজকের সোনার দাম ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭০ টাকা।

এবার চলুন জেনে নেওয়া যাক রুপোর দাম কত। সোনার দাম বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও রুপোর দাম মোটামুটি একই রকম থাকে গোটা ভারতবর্ষে। আজ ১ গ্রাম রুপোর দাম ৬৪.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৪৬ টাকা।

Papiya Paul

X