Arijit

নেপালের বিরুদ্ধে বিরাট জয় ভারতের, ঐতিহাসিক গোল করে নায়ক সুনীল ছেত্রী

রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নেপাল। আর এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। প্রথম প্রস্তুতি ম্যাচে আটকে গেলেও এবার আর কোন ভুল করেনি টিম ইন্ডিয়া। 2-1 ব্যবধানে নেপালকে হারিয়ে দিল সুনীলরা। সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ তার আগে এই দাপুটে জয় নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে ভারতীয় ফুটবলারদের।

   

এই ম্যাচে অধিনায়কের ভূমিকা যথাযথ ভাবে পালন করেন সুনীল ছেত্রী। গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে ম্যাচে নায়ক সুনীল। দশরথ স্টেডিয়ামে মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না, মাঠে কাদা ছিল। বারবার মাঠ নিয়ে অভিযোগ করে ভারতীয় শিবির। প্রথমার্ধের শুরু থেকেই বরাবর নেপাল দুর্গে আক্রমন করে ভারত, তবে খারাপ মাঠের কারণে গোল করতে পারেনি। নেপালের কাছেও গোল করার সুযোগ চলে এসেছিল। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন অনিরুদ্ধ থাপা।

পরিবর্ত হিসেবে নেমে সুনীল ছেত্রীর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ফারুক চৌধুরী। 80 মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধানে বাড়িয়ে দেন সুনীল ছেত্রী। সাত মিনিট পর অবশ্য 30 গজ দূর থেকে দূরপাল্লা শট মেরে এক গোল শোধ করেন নেপালের তেজ তামাং।