Arijit

বিধ্বংসী শার্দুলের ব্যাটে ভর করে বিরাট লিড নিল ভারত, ইংল্যান্ডের হার সময়ের অপেক্ষা

ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ছিল কত রানের লিড নিতে পারবে ভারত? ওভালের পিচে টেস্ট জিততে গেলে যে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিতেই হবে সেটা ভালো ভাবেই জানতো ভারতীয় শিবির। তবে কত রানের টার্গেট দেবে ভারত? এই নিয়ে ক্রিকেট বিশেজ্ঞরা নিজেদের মতামত দিতে শুরু করেছিলেন। কেউ বলেছিলেন 300 রানের টার্গেট ঠিক আছে, আবার কেউ বলেছিলেন 350 লিড নিতেই হবে। তবে সবাইকে ছাপিয়ে 367 রানের বিরাট লিড নিয়েছে ভারত।

   

তৃতীয় দিনেই রোহিত, পূজারা জুটি একটা শক্ত ভীত গড়ে দিয়েছিল। রবিবার শুধু সেই সুযোগ কাজে লাগিয়ে রান তুলে ইংল্যান্ডের কাছে বড় লিড সেট করার দায়িত্ব ছিল অন্যান্য ব্যাটসম্যানদের। ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলি। 44 রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। তখন সবাই ভেবেই নিয়েছিল এবার হয়তো আর বড় রানে পৌঁছাতে পারবে না ভারত।

তবে ফের একবার দায়িত্বশীল ব্যাটসম্যান হয়ে উঠলেন শার্দুল ঠাকুর। 72 বলে 60 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে। তাকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ করেন 50 রান। এছাড়াও শেষের দিকে নেমে 24 রান করেন পেসার যাসস্প্রীত বুমরাহ এবং 25 রান করেন উমেশ যাদব। ভারত 367 রানের লিড নেয়। তবে ইতিমধ্যেই কোন উইকেট না হারিয়ে 77 রান করে ফেলেছে ইংল্যান্ড।