Arijit

ব্যাটে-বলে দুর্দান্ত হার্দিক, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে পাকিস্তান।

   

ব্যাটিং করতে নেমে শুরুতেই 9 বলে 10 রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পাক অধিনায়ক বাবর আজম। এরপর 10 রান করে আবেশ খানের বলে আউট হয়ে প্যাভলিয়নে ফিরে যান ফাকর জামান। এই দিন ৪৩ রানের ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। ভারতের হয়ে এই ম্যাচে চারটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। 19.5 ওভারে 147 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে আউট হয়ে যান ভারত ওপেনার কে এল রাহুল। মাত্র 12 রান করে প্যাভিলিয়ানে ফিরে যান রোহিত শর্মাও। সেই সময় দুর্দান্ত পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। 35 রান করেন বিরাট কোহলি। 35 রান করেন জাদেজাও। শেষের দিকে একটা সময় ভারতের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করে পাক বোলাররা। তবে 17 বলে 33 রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।