Arijit

প্রথম দিনের শেষে রানের পাহাড় গড়ল ভারত, দুর্দান্ত ব্যাটিং ঋষভ-বিহারীর

আজ থেকে মোহালিতে শুরু হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে শুরুতেই দুর্দান্ত পার্টনারশিপ গড়েন ভারতের রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল।

   

ব্যক্তিগত 29 রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। তারপর ক্রিজে আছেন হনুমা বিহারী। দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়ে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলেন হনুমা বিহারী। শততম টেস্টে ব্যাটিং করতে নেমে 45 রান করে আউট হন বিরাট কোহলি। 96 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ।

প্রথম দিনের শেষে 6 উইকেট হারিয়ে 357 রান করেছে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ 96 রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ঋষভ পন্থ এর।