Papiya Paul

১৮-তেই দুই ছেলের মা, একা বড় করেছেন সন্তানদের, জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন ‘খলনায়িকা’ ঊর্বশী

হিন্দি টেলিভিশন জগতের একজন জনপ্রিয় খলনায়িকা হলেন উর্বশী ঢোলাকিয়া(Urvashi Dholakia)। বহু ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় মন কেড়েছে দর্শকদের। একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে কমলিকা বসুর চরিত্র আজও দর্শকদের মনে রয়ে গেছে। পর্দায় তিনি আসা মানে নিশ্চয়ই খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে। কিংবা অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। অন্তত তার চরিত্রে অভিনয় এমনটাই হতো।

   

কিন্তু বাস্তব জীবনে বিষয়টা পুরো উল্টো। এমনকি বাস্তব জীবনের ক্ষেত্রে বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক। তিনি খুব কষ্ট করে উপার্জন করে সংসার চালিয়েছেন। ১৯৯৩ সালে ‘দেখ ভাই দেখ’ ধারাবাহিকে অভিনয় করার সময় এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এরপর পরিবারের অমতে গিয়ে মাত্র ১৬ বছর বয়সে তাকে বিয়ে করেন অভিনেত্রী। আর বিয়ের পরে সমস্ত কিছু একেবারে বদলে যায়। বিয়ের পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার ওপর মানসিক নির্যাতন চালানো হতো।

সেটা কোনভাবেই মেনে নিতে পারেননি অভিনেত্রী। এই পরিস্থিতির মধ্যেই মাত্র ১৭ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন ঊর্বশী। আর এর ঠিক এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে দুই সন্তানের দায়িত্ব এসে পড়ে তার কাছে। আর এই সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের পড়াশোনায় ছাড়তে হয়েছিল তাকে।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওই কঠিন সময়টাকে ভুলতে পারিনা। মাত্র ১৮ বছর বয়স থেকে একা মা আমি। আমার দুই ছেলে সাগর আর ক্ষিতিশকে মানুষ করতে হয়েছে। তখন ছেলেদের পড়াশোনার জন্য ১৫০০ টাকাও ছিল না আমার কাছে! সেই সময়ও নিজের জীবনীশক্তি হারায়নি।’ তিনি মনে করেন তার এই জীবনের কাহিনী সম্পর্কে জানালে তার অনুরাগীরাদের জীবনের যুদ্ধে এই বিষয়টি অনুপ্রাণিত করবে।