আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরই এশিয়া কাপের ধুমধুমার ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আগামী ২৮ শে আগস্ট এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্ধী ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘতম দু বছর পর এই বছর ফের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। স্বাভাবিকভাবে এবারের এশিয়া কাপ নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়তে শুরু করেছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে হতে চলেছে।
চোটের কারণে এবারের এশিয়া কাপে নেই ভারতীয় দলের তারকা জোরে বোলার যাশপ্রিত বুমরাহ। এছাড়াও মহম্মদ সামিকেও দলে নেওয়া হয় নি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় দলের আক্রমণ সেই নিয়ে চলছে চোর আলোচনা।
এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় দলের আক্রমণ:- ভুবনেশ্বর কুমার, অর্শ দীপ সিং, জুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন।