সূর্য-বিরাটের হাফ সেঞ্চুরি, হংকং-কে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

গতকাল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং হংকং। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেয় হংকং। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারত। ব্যাটিং করতে এসে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল।

ভালো শুরু করলেও রোহিত ২১ এবং রাহুল ৩৬ রান করে আউট হয়ে যায়। আর তারপর দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব জুটি। এদিন বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব দুজনই হাফ সেঞ্চুরি করে। বিরাট কোহলি করে ৫৯ রান এবং সূর্য কুমার যাদব করে ৬৮ রান। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে ভারত।

ভারতের ১৯২ রানের জবাবে শুরুতে ওপেনার মুরতাজাকে হারালেও ঝড়ের গতিতে রান এগিয়ে নিয়ে যায় হংকংয়ের অন্যান্য ব্যাটসম্যানরা। বাবর হায়াতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ জয়ের লক্ষ্যেই নেমেছে হংকং। তবে ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫২ রানেই শেষ হয়ে যায় হংকং এর ইনিংস। ৪০ রানে এই ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিফাইনালে চলে গেল ভারত।

Avatar

Koushik Dutta

X