গতকাল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ইংল্যান্ড।
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করেছিল ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো। তবে চাহালের দুরন্ত স্পিনের সামনে একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে যাবে পড়ে যায় ইংল্যান্ড। সেই সময় মঈন আলির ৪৭ এবং ডেভিড উইলির ৪১ রানে ভর করে ৪৯ ওভার শেষে ইংল্যান্ডের রান পৌঁছে দেয় ২৪৬।
জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও ব্যাট হাতে ব্যর্থ হন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থরা। একটা সময় সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা জয়ের জন্য তীব্র লড়াই করলেও 146 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 100 রানে এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফিরিয়ে দেয় ইংল্যান্ড।