Arijit

তীরে এসে ডুবল তরী! মাত্র ১ উইকেটের জন্য জয় হাতছাড়া ভারতের

চতুর্থ দিনের একেবারে শেষ লগ্নে এক উইকেট হারায় নিউজিল্যান্ড। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ন’টি উইকেটের। তবে পঞ্চম দিনের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করতে শুরু করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম সেশনে একটিও উইকেট হারায় নি তারা। স্বাভাবিক ভাবেই চাপ বাড়তে থাকে ভারতের উপর।

   

তবে দ্বিতীয় সেশন শুরু হতেই প্রথম ঝাটকা দেন উমেশ যাদব। ভেঙে দেন টম লাথাম- উইলিয়াম সমারভিলের জুটি। দ্বিতীয় সেশনে 4 উইকেট হারায় নিউজিল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগে 125 রানে 4 উইকেট ছিল নিউজিল্যান্ড। অর্থাৎ শেষ সেশনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় উইকেট এর।

তৃতীয় সেশনে 6 উইকেট নেওয়ার লক্ষ্যে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা দিতে শুরু করে ভারতীয় বোলাররা। দুর্দান্ত বোলিং করেন রবীন্দ্র জাদেজা। তুলে নেন কেন উইলিয়ামসন ও রস টেলরের উইকেট। সেই সময় ভারতের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। তবে ভারতের জয়ের মাঝখানে খাঁড়া হয়ে দাঁড়ালেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান আজাজ প্যাটেল এবং রচিন রবীন্দ্র। কম আলোর জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই শেষ হয়ে যায় খেলা এবং 1 উইকেটে ম্যাচ বাঁচিয়ে দেয় নিউজিল্যান্ড।