Arijit

পাকিস্তানকে হারিয়েও এই বিশেষ চিন্তায় ঘুম উড়েছে ভারতীয় দলের

গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ১৪৭ রান তুলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।

   

পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। নির্ধারিত সময়ে ২০ ওভার করতে পারেননি রোহিত শর্মারা। মাত্র ১৮ ওভার করেন। ফলে আইসিসি-র নিয়মানুসারে বাকি দু’টি ওভারে ৩০ গজ বৃত্তের মধ্যে এক জন অতিরিক্ত ফিল্ডার রাখতে বাধ্য হয় তারা। আর শেষ দু ওভারে ২৩ রান তুলে নেয় ভারত।

ম্যাচের পর ভুবনেশ্বর কুমার বলেছেন, “শেষ কয়েকটি ওভারে ম্যাচ হেরেও যেতে পারি আমরা। তাই নিঃসন্দেহে বিষয়টা গুরুত্বপূর্ণ। এক জন ফিল্ডার বৃত্তের মধ্যে রাখার কারণে যদি ম্যাচ হারতে হয়, তা হলে সেটা খুবই খারাপ হবে। আমরা দলের মধ্যে নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।”