Arijit

ভারতকে জব্দ করতে দ্বিতীয় টেস্টে নতুন অস্ত্র নিয়ে নামছে ইংল্যান্ড, চাপে পড়বে বিরাটরা

চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচ হয়ে গিয়েছে। এই ম্যাচে ভারতের জয় প্রায় নিশ্চিত ছিল। হাতে ছিল 9 উইকেট জয়ের জন্য প্রয়োজন ছিল 157 রান। কিন্তু বৃষ্টির জন্য পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়। এই ম্যাচে ভারতের থেকে বেশ কয়েকটি দিকে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। জাদেজার মত একজন স্পিন অলরাউন্ডার খেলিয়ে ভারতের ব্যাটিংয়ে শক্তি বেশ কিছুটা বেড়ে যায়। আর তাই এই ম্যাচে ভারতকে চাপে ফেলতে নতুন অস্ত্র প্রয়োগ করতে চলেছে ইংল্যান্ড।

   

বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে ভারত এবং ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংল্যান্ড দলে ফিরতে চলেছেন ইংল্যান্ডের তারকা স্পিন অলরাউন্ডার মঈন আলি। যার ফলে একদিকে যেমন ইংল্যান্ডে একজন স্পিন বোলার আসতে চলেছে তেমনি একজন অতিরিক্ত ব্যাটসম্যান পেয়ে যাবে ইংল্যান্ড। যা ভারতের বিরুদ্ধে কিছুটা হলেও শক্তি জোগাবে ইংল্যান্ডকে।

বেন স্টোকস, ক্রিস ওকসের মত অলরাউন্ডার না থাকায় মঈন আলীর মতো একজন অলরাউন্ডারই চাইছিল ইংল্যান্ড দল। তবে 2019 সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে কোন টেস্ট খেলেনি মঈন আলী। স্বাভাবিকভাবেই মঈন আলীর ছন্দ নিয়ে কিছুটা হলেও দ্বন্দ্বে রয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।