Arijit

ভারতের জন্য দুঃসংবাদ! পরের অলিম্পিকে ছাঁটাই হতে চলেছেন পদকজয়ী মীরাবাই-লাভলিনা

এবার অলিম্পিকে ভারতের ঝুলিতে প্রথম পদক এসেছিল মীরাবাঈ চানুর হাত ধরে। এছাড়াও পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন ভারতীয় মহিলা বক্সার লাভলিনা। এই দুই মহিলা পদক জিতে দেশের সম্মান অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন। রবিবার শেষ হয়েছে টোকিও অলিম্পিক। তবে টোকিও অলিম্পিক শেষ হওয়ার পর থেকেই একটা বড় প্রশ্ন ঘোরাফেরা করছে। সেটা হল আগামী অলিম্পিকে কি তাহলে দেখা যাবে না মীরাবাঈ চানু এবং লাভলিনাকে? বর্তমান পরিস্থিতি যে দিকে এগুচ্ছে তাতে আগামী অলিম্পিকে এই দুই প্রতিযোগীকে না দেখার সম্ভাবনায় প্রবল। রবিবার বৈঠকে আইওসি-র ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

   

দীর্ঘদিন ধরে অলিম্পিক কমিটির সঙ্গে ঝামেলা চলছে এই দুই খেলার অর্থাৎ ভারোত্তোলন এবং বক্সিংয়ের আন্তর্জাতিক সংস্থার। যার ফলে আগামী অলিম্পিকে এই দুটি ইভেন্টকে সরাসরি বাদ দিয়ে দিতে পারে অলিম্পিক কমিটি।

দীর্ঘদিন ধরে ভারোত্তোলন এবং বক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়েছে ডোপিংয়ের। এছাড়াও এই দুই ইভেন্টে নির্বাচন নিয়ে প্রায় সময়ই ঝামেলা লেগে থাকে। আর সেই কারণেই অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত খেলার সঙ্গে এই ধরনের ঝামেলা যুক্ত সেই সমস্ত খেলাকে অলিম্পিক ইভেন্ট থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে। এবং তাদের পরিবর্তে যুক্ত করা হবে নতুন নতুন ইভেন্ট। যদি শেষ পর্যন্ত এমনটাই হয় তাহলে পরের অলিম্পিকে আর দেখা যাবে না মীরাবাঈ চানু এবং লাভলিনাকে।