এজবাস্টনে টেস্ট ম্যাচ হারতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে থেকেও যেভাবে ভারত হেরেছে। তা অবাক করেছে সকলকে। এই হারের জন্য সমালোচিত হতে হয়েছে পুরো ভারতীয় দলকে।
এবার ইংল্যান্ডের কাছে টেস্টে হারের জন্য ভারতের তরুণ ক্রিকেটারদের দায়ী করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক যতীন পরাঞ্জপে। তাঁর মতে, শুভমন গিল, শ্রেয়স আইয়ারের মতো তরুণ ক্রিকেটারদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা প্রভাব ফেলতে ব্যর্থ। তার ফলেই হারতে হয়েছে ভারতকে।
শুভমান গিল, শ্রেয়স আইয়ারদের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন যতীন। তিনি বলেন, ‘‘এই ধরনের ম্যাচ থেকেই তো গিল, শ্রেয়সরা শিখবে। কঠিন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। কিন্তু ওরা বাজে শট খেলে আউট হল। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌরদের উচিত ওদের দিকে নজর রাখা। তবেই ওরা পরিণত হতে পারবে।’’