Arijit

এজবাস্টন টেস্টে ভারতীয় দর্শকদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য, তদন্তে ইংল্যান্ড বোর্ড

এজবাস্টনে চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ। এই ম্যাচ দেখতে প্রত্যেক দিনই মাঠে হাজির হচ্ছেন হাজার হাজার ভারতীয় সমর্থক। ইংরেজ সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের সমর্থনে গলা ফাটাচ্ছেন তারা। এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন চতুর্থ দিন মাঠের মধ্যেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা।

   

কিছু ভারতীয় সমর্থকদের পড়তে হল বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে। এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের কটূক্তি করা হয় বলে অভিযোগ। খেলা দেখতে এসে এমন অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় সমর্থকরা।

বেশ কিছু সমর্থক টুইট করে সেই আক্রমণের কথা জানিয়েছেন। এক ভারতীয় সমর্থক জানান, তাঁদের যে সময় বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছিল, সেই সময় মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের নজরে আনা হয় বিষয়টা। কিন্তু তাঁরা কোনও রকম পদক্ষেপ নেন নি। এমন ঘটনার কথা জানতে পেরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ক্ষমা চাওয়া হয়েছে এবং তদন্ত করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।