Arijit

‘আমাদের বোলাররা যে কোন দলকে ধ্বংস করতে পারে’, ভারতকে হুঙ্কার পাকিস্তানের

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী ২৮ শে আগস্ট এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্ধী ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

   

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৪টি ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৮ ম্যাচে। একই সময়ে পাকিস্তান জিতেছে মাত্র ৫ ম্যাচে। এবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় দলকে বড় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি কোচ সাকলাইন মুশতাক।

সাকলাইন মুশতাক বলেন, ‘ শাহীন আফ্রিদি চোটের কারণে দলে নেই তবে সেই বিষয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই। গত কয়েক বছর ধরে নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন এবং হারিস রউফ পাকিস্তান দলের হয়ে দুর্দান্ত বোলিং করছে। এই তিনজনের ক্ষমতা রয়েছে যেকোন শক্তিশালী ব্যাটিং লাইন অফ ধ্বংস করে দেওয়ার।’