আগামী 27 শে আগস্ট থেকে শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ। যেহেতু সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ কে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে দল গুলি।
এ বছর শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
এবারের এশিয়া কাপে একই গ্রুপে অর্থাৎ গ্রুপ এ তে রয়েছে ভারত এবং পাকিস্তান। স্বাভাবিকভাবে গ্রুপ পর্বেই দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 শে আগস্ট। 27 শে আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।