Arijit

ঘোষিত হল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ, সীমান্তে উত্তেজনা তুঙ্গে

আগামী 17 ই অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে ভারত থেকে সরিয়ে আমিরশাহিতে হতে চলেছে এই বিশ্বকাপ। তবে বিশ্বকাপ আয়োজনের সমস্ত দায়িত্ব থাকবে বিসিসিআইয়ের হাতেই। গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে জমিয়ে দেওয়ার কারনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকেই একই গ্রূপে রাখা হয়েছিল।

   

যার ফলে দুই দেশের লড়াই যে দেখা যাবে তা আগেই নিশ্চিত ছিল। তবে কবে হবে ভারত-পাকিস্তান মহারণ সেই অপেক্ষায় ছিল দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ হতে চলেছে আগামী 24 শে অক্টোবর। ভারত-পাকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আরও দুটি দল আসবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে।