Arijit

ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে বিরাটরা, দেখুন সম্পূর্ণ সূচি

ঘোষিত হল টিটোয়েন্টি বিশ্বকাপের সূচি। মঙ্গলবার আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল টিটোয়েন্টি বিশ্বকাপের সূচি। এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের আসর ভারতে বসার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাতের হবে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ আয়োজনের পুরো দায়িত্ব থাকবে বিসিসিআই এর হাতেই। আগামী 24 শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে বিরাট ব্রিগেড। বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দিতে বিরাটদের প্রথম ম্যাচই দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে 14 ই নভেম্বর।

   

23 ই অক্টোবর এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। একই দিনে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। তার পরের দিনই বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। 24 শে অক্টোবর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ। ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে 31 শে অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের পরের ম্যাচ 3 ই নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে।

5 ও 8 ই নভেম্বর ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনাল রয়েছে 10 ও 11 ই নভেম্বর। ফাইনাল ম্যাচটি হবে 14 ই নভেম্বর। তবে ফাইনালে জন্য রিজার্ভ-ডে রেখেছে আইসিসি।