Arijit

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের সূচিতে রদবদল, নতুন দিন ঘোষণা করল বিসিসিআই

বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর খুব বেশি সময় নেই দল গুলির হাতে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। বিভিন্ন দেশের সঙ্গে টিটোয়েন্টি সিরিজ খেলে দল গুছিয়ে নিচ্ছে ভারত।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই দুটি সিরিজের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে কিছুটা বদল আনলো বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৮ সেপ্টেম্বর তিরুবন্তপুরমে হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর। গুয়াহাটিতে খেলবে তারা। এই ম্যাচ হওয়ার কথা ছিল ১ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচ ৪ অক্টোবর। ইনদওরে হবে সেই ম্যাচ। এই ম্যাচ হওয়ার কথা ছিল ৩ অক্টোবর।