শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং শিখর ধাওয়ান।
ধাওয়ানের সঙ্গে ১১৯ রানের জুটি গড়ে ৬৪ রান করে আউট হন শুভমান গিল। ৯৭ রানে আউট হয়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় শিখর ধাওয়ানের। এছাড়াও দুর্দান্ত ব্যাটিং করে শ্রেয়স আইয়ার। ৫৪ রান করেন তিনি। এই তিন জনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০৮ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শাহী হোপ কে হারিয়ে চাপে যাবে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কাইল মায়ার্স এবং শামার ব্রুকসের ব্যাটে ভর করে লড়াই চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত লড়াই করলেও ৩০৫ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এবং তিন রানে এই ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান।