Arijit

ব্যাটে-বলে ফাটাফাটি পারফরম্যান্স, ১০০০ তম একদিনের ম্যাচে বিরাট জয় ভারতের

শুরু হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ। গতকাল অর্থাৎ শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। চোট সরিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা, দলকে নেতৃত্বও দিলেন তিনি। আর রোহিত দলে ফিরতেই সেই পুরনো টিম ইন্ডিয়াকে দেখা গেল।

   

এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। এইদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। স্পিনের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা ফের একবার চোখে পড়ল। একটা সময় মাত্র 79 রানে 7 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় দলের হাল ধরেন জেসন হোল্ডার। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলের রান এগিয়ে নিয়ে যান তিনি। তবে হোল্ডার আউট হতেই 176 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান। রোহিত শর্মা এইদিন দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। শেষের দিকে দীপক হুডা এবং সূর্য কুমার যাদব জুটি 22 ওভার বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। এই ম্যাচ জিতে সিরিজে 1-0 ফলাফলে এগিয়ে গেল ভারত।